Homeজাতীয়কোটি টাকার ঘড়ি উপহার ঠিকাদারকে!

কোটি টাকার ঘড়ি উপহার ঠিকাদারকে!


৯ একর জমির উপর একটি সুদৃশ্য ভবন বানানোর ভার দেওয়া হয়েছিল রাজেন্দ্র সিং রূপরা নামে এক ঠিকাদারকে। ভারতের পাঞ্জাবের ব্যবসায়ী গুরদীপ দেব বাথ এই দায়িত্ব দিয়েছিলেন রূপরাকে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে ফেলেছিলেন। তার পুরস্কারও হাতেনাতে পেলেন এক ঠিকাদার। পাঞ্জাবের ব্যবসায়ী উপহার হিসাবে ঠিকাদারকে এক কোটি টাকার হাতঘড়ি উপহার দিলেন।

জানা গিয়েছে, দুই বছর ধরে ওই সুদৃশ্য ভবনের কাজ করেন ঠিকাদার। তার জন্য ২০০ শ্রমিককে কাজে নিয়োগ করেছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পরই কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান ঠিকাদার রূপরা। দিপাবলীর ঠিক আগেই সেই ভবন নির্মাণের কাজ শেষ করে হতবাক করে দেন ব্যবসায়ীকে। তার বেঁধে দেওয়া সময়ে এই কাজ শেষ করার পুরস্কারও দেন ব্যবসায়ী। সোনাখচিত এক কোটি টাকার হাতঘড়ি উপহার দেন ঠিকাদারকে।

 

ব্যবসায়ী বলেন, ‘এটি শুধুমাত্র একটি বাড়ি নয়। এই ভবনটি আমার কাছে তার থেকেও বেশি কিছু। যে ভাবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করেছেন ঠিকাদার, তা সত্যিই আশা করিনি। এর জন্য ওর পুরস্কার পাওয়া উচিত।’

তার পরই ঠিকাদারকে ডেকে তার হাতে কোটি টাকার একটি ঘড়ি তুলে দেন। ঠিকাদার জানিয়েছেন, এই কাজ তার কাছে চ্যালেঞ্জিং ছিল। এই ধরনের নির্মাণকাজ খুব একটা সহজ বিষয় নয়। শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই কাজ করেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত