কুয়েত বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মী নিতে চায়। ঢাকায় দেশটির নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহ আজ বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান।
রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হয়েছে। কুয়েতে বাংলাদেশের গৃহকর্মী নিয়োগ নির্ঝঞ্ঝাট করতে এবং তাঁদের অধিকার নিশ্চিত করার জন্য একটি চুক্তি সইয়ের জন্য দেশটির প্রস্তাবের বিষয়েও তাঁরা আলোচনা করেন।
পররাষ্ট্রসচিব বাংলাদেশে কুয়েতের বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
দুই দেশের যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের ওপরও জোর দেয় বাংলাদেশ।