Homeজাতীয়কুয়েত চিকিৎসক, নার্স ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ কর্মী নিতে চায়: রাষ্ট্রদূত

কুয়েত চিকিৎসক, নার্স ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ কর্মী নিতে চায়: রাষ্ট্রদূত


কুয়েত বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মী নিতে চায়। ঢাকায় দেশটির নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহ আজ বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান।

রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হয়েছে। কুয়েতে বাংলাদেশের গৃহকর্মী নিয়োগ নির্ঝঞ্ঝাট করতে এবং তাঁদের অধিকার নিশ্চিত করার জন্য একটি চুক্তি সইয়ের জন্য দেশটির প্রস্তাবের বিষয়েও তাঁরা আলোচনা করেন।

পররাষ্ট্রসচিব বাংলাদেশে কুয়েতের বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

দুই দেশের যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের ওপরও জোর দেয় বাংলাদেশ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত