Homeজাতীয়কিছু কিছু দল ও গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল...

কিছু কিছু দল ও গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না, কেন বললেন মির্জা ফখরুল


কিছু কিছু দল ও গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির এই আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, ‘যেসব দল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল, তারা এখন গলা উঁচিয়ে কথা বলার চেষ্টা করছে, যেন ওই সময় (১৯৭১) কিছু হয়নি।

আজ ২৫ মার্চ (মঙ্গলবার) ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর এই দেশের মানুষের ওপর ঝাপিয়ে পড়েছিল। গণহত্যা চালিয়েছে, হত্যা করেছে লাখো নিরীহ মানুষ, কিন্তু সেই গণহত্যার জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি।’

এই কথাগুলো বলার পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছেন, ১৯৭১ (মুক্তিযুদ্ধ) কোনো ঘটনাই ছিল না।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ, ৯ মাস ধরে বাড়ি-ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি। যারা সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা উঁচিয়ে-ফুলিয়ে কথা বলছে।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=fPDwxuQs_kk





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত