৪৩ ধরনের পণ্য ও সেবায় কর বাড়ানোয় সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বেনা এমন বক্তব্য শুধুই আশ্বাস বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, কর না বাড়িয়েও অন্য উপায়ে রাজস্ব আয় বাড়ানো সম্ভব।
বাজেটের আগেই ৪৩টি পন্যের উপর টেক্স আরোপের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
অর্থনীতিবিদরা বলছেন, কর বাড়ালেও রাজস্ব আয় খুব একটা বৃদ্ধি পাবে না। সরকারের এমন বিবৃতি দেওয়া ঠিক না। কারন আমরা অতীতেও দেখিছি কর বাড়লে দ্রব্যের দাম ও বাড়ে। সরকারের উচিত ব্যক্তি আয় ও বিনিয়োগে মনোযোগ দেওয়া। ছোট ব্যবসায়ীদের করের আওতায় আনা। এবং রাজস্ব বাড়াতে সরকারের সক্ষমতা বাড়ানো