Homeজাতীয়কয়েকটি পণ্য ও সেবার ওপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার

কয়েকটি পণ্য ও সেবার ওপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার


দেশের আর্থিক ভিত মজবুতের কথা জানিয়ে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে বর্তমান পরিস্থিতিতে এমন নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সেই পদক্ষেপ থেকে সরে আসে সরকার। বুধবার এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত পণ্য ও সেবায় পূর্বের মতো ভ্যাট হার বহাল রেখেছে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছে এনবিআর সূত্র। 

সূত্র জানায়, গত ৯ জানুয়ারি সরকার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং ‘আবগারি ও লবণ আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। পাশাপাশি কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণপূর্বক একাধিক প্রজ্ঞাপন জারি করে এনবিআর। পরবর্তীতে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের সঙ্গে আলোচনায় সাধারণ মানুষের দুর্দশা ও ভোগান্তির বিষয়টি উঠে আসে।

তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে বৃহত্তর জনস্বার্থে কতিপয় পণ্য ও সেবায় বিদ্যমান ভ্যাট, উৎসে ভ্যাট কর্তন এবং সম্পূরক শুল্ক হার হ্রাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। এই প্রেক্ষাপটে কিছু কিছু পণ্য ও সেবায় ভ্যাট হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে গত কয়েক মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্যতেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূসক, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে।

বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদের পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া যানজট নিরসনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। আবার হজযাত্রীদের খরচ কমাতে হজ টিকিটের ওপর আরোপযোগ্য আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড ।

যেসব খাতে ভ্যাটের হার কমানো হয়েছে- 

ওষুধ ॥ সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪% বলবৎ রাখা হয়েছে। ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না।

মোবাইল ফোন ও আইএসপি সেবা ॥ দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণ এবং অনলাইনভিত্তিক কর্মকা- বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোন এবং আইএসপি সেবার উপর বর্ধিত/নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধি পাবে না।

রেস্তোরাঁ ॥ দেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্য সুলভমূল্যে রেস্তোরাঁয় খাবার গ্রহণের সুবিধার্থে থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে সাধারণ জনগণ পূর্বের মূল্যেই এসব রেস্টুরেন্টের খাবার গ্রহণ করতে পারবেন।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ ॥  জনস্বার্থে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে এ সংশ্লিষ্ট সেবা মূল্য বৃদ্ধি পাবে না।

অন্যান্য ॥ একই বিবেচনায় নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, নন এসি হোটেল, মিষ্টান্ন ভা-ার ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে সেবার ভ্যাটের হার ১৫ শতাংশ হতে হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত