নব্বই দশকের বাঙালী শিশু কিশোরদের কাছে পরিচিত নাম ” চাচা চৌধুরী “,বাংলা কমিক্স জগতে চাচা চৌধুরীর নাম যেন এক অমর স্মৃতি। কার্টুনিস্ট “প্রাণ কুমার শর্মার” সৃষ্ট এই চরিত্রটি ভারত, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের পাঠকদের হৃদয় জয় করেছে। ডায়মন্ড কমিকসের এই জনপ্রিয় সিরিজটি বাংলা, হিন্দি, ইংরেজিসহ দশটি ভাষায় প্রকাশিত হয়ে প্রায় এক কোটি কপি বিক্রি হয়েছে। চাচা চৌধুরী কেবল একজন চরিত্র নয়, তিনি একজন প্রতীক।
তিনি বুদ্ধিমত্তা, সাহসিকতা, ন্যায়পরায়ণতা এবং মানবতার প্রতীক। তাঁর প্রখর বুদ্ধিমত্তা দিয়ে তিনি সব সমস্যার সমাধান করে থাকেন। তাঁর পাশে আছে শক্তিশালী যুবক সাবু, যিনি চাচার সব কাজে সাহায্য করে। তাদের সাথে থাকে রকেট নামে এক কুকুর। অপরদিকে গব্বর সিং তাদের প্রধান শত্রু। বিল্লু ও পিঙ্কি নামে আরো দুটি চরিত্র চাচা চৌধুরীর সাথে কখনো কখনো দেখা যায়।
চাচা চৌধুরীর কাহিনীগুলো শুধু মজার নয়, তাৎপর্যপূর্ণও। প্রতিটি কাহিনীতেই কোনো না কোনো নৈতিক শিক্ষা লুকিয়ে থাকে। চাচা চৌধুরীর কাহিনী পড়ে শিশুরা শেখে কিভাবে মানবিক হতে হয়, কিভাবে সমস্যার সমাধানে যুক্তিকে ব্যাবহার করতে হয় এবং সত্যের পক্ষে দাঁড়াতে হয়। এই সিরিজটি বাংলা কমিকসের একটি অবিচ্ছেদ্য অংশ। চাচা চৌধুরী কেবল ভারতেই নয়, বাংলাদেশে ও বিশ্বের অন্যান্য দেশেও জনপ্রিয়। বিভিন্ন দেশের ভাষায় অনূদিত হয়ে চাচা চৌধুরী কমিকস বিশ্বব্যাপী পাঠকদের মনে জায়গা করে নিয়েছে।
সিরিজটির জনপ্রিয়তার কারণ হল, এর সার্বজনীন আবেদন। চাচা চৌধুরীর কাহিনীগুলো সব বয়সের মানুষের জন্য উপযোগী। শিশুরা চাচা চৌধুরীর মজার কাহিনী পড়ে আনন্দ পায় এবং বড়রা চাচা চৌধুরীর বুদ্ধিমত্তা ও সাহসিকতায় অনুপ্রাণিত হয়। এ চরিত্রটি বাংলা কমিকসের গর্ব। এই সিরিজটি কমিকসের ইতিহাসে একটি অধ্যায়। চাচা চৌধুরীর মতো চরিত্রের সৃষ্টি করে কার্টুনিস্ট প্রাণ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। আশা করি চাচা চৌধুরী আগামী দিনেও পাঠকদের মন জয় করে যাবে।
সূত্র : টুনসম্যাগ ও উইকিপিডিয়া।