Homeজাতীয়এ ধরনের নৃশংস হামলা মেনে নেওয়া যায় না : শিবির সভাপতি

এ ধরনের নৃশংস হামলা মেনে নেওয়া যায় না : শিবির সভাপতি


টঙ্গীতে তামীরুল মিল্লাতের ছাত্র ও ওয়ার্ড শিবিরের সভাপতি ফজলে রাব্বির ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি হামলাকে নৃশংস বলে উল্লেখ করে বলেন, “এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” হামলার পর ফজলে রাব্বির সুস্থতা কামনা করে তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে আহত ফজলে রাব্বির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন শিবির সভাপতি। তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, তামীরুল মিল্লাত টঙ্গী শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল কবির এবং সেক্রেটারি সাইদুল ইসলাম। ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সন্ধ্যায়, যখন তুচ্ছ এক ঘটনার কারণে ফজলে রাব্বিকে ডেকে নিয়ে মারধর করেন ছাত্রদল নেতা মামুন ও তার সহযোগীরা। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা দায়ের হলে পুলিশ মামুনকে গ্রেপ্তার করে। ঘটনাটি নিয়ে টঙ্গী ও গাজীপুরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15Nnr5RE86/





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত