Homeজাতীয়এবার সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে বদলি

এবার সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে বদলি


বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ–পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে বদলি করা হয়েছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

গতকাল রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারি করে তাঁকে বদলি করা হয়।

ওই আদেশে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার এম তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে ওই স্থলাভিষিক্ত করা হয়েছে।

এর আগে গত বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। প্রায় ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়। আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ ২৬ ডিসেম্বর রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানিয়েছে সরকার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত