Homeজাতীয়এবার মাদক সেবনকারীর হামলায় আহত-৩!

এবার মাদক সেবনকারীর হামলায় আহত-৩!


পটুয়াখালীর বাউফলে মাদকদ্রব্য সেবনকারীর হামলায় মাদক নির্মুল কমিটির সদস্য সহ ৩জন আহত হয়েছে।

বুধবার (৬নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে এই ঘটনা ঘটেছে। 

আহত ব্যক্তিরা হলেন, ইউনিয়নের স্থানীয় মাদক নির্মুল কমিটির সদস্য মোহাম্মদ সুমন (২৬), মুরাদ হোসেন (২৩) ও আরিফ (২৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা জানান, কালাইয়া বন্দরের  ব্যবসায়ী সজল সাহার ছেলে সৌরিন সাহা (২২) দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত এবং  নিজেও মাদক সেবন করেন৷ রাতে ধানেরহাট এলাকায় মাদক সেবন করার সময় সৌরন সাহাকে তারা হাতেনাতে আটক করেন। বিষয়টি পুলিশকে জানানোর জন্য চেষ্টাও করছিলেন তারা। এরমধ্যে সৌরিন সাহার বাবা ব্যবসায়ী সজল সাহা তার প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে তাদের ওপরে অতর্কিত হামলা চালায়। 

এ অভিযোগ অস্বীকার করে সৌরিন সাহার পিতা সজল সাহা জানান, তার ছেলে মাদকের সাথে জড়িত না। কিছু দুষ্টু লোক তার ছেলেকে আটকে মারধর করছেন জানতে পেরে তিনি ঘটনাস্থলে দৌড়ে যান। নিজের ছেলেকে বাঁচাতে ডাক-চিৎকার করে সহযোগিতা চাইলে সাধারণ মানুষ ওই তিন জনকে  মারধর করে।

তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, উভয় পক্ষ ভিন্ন ভিন্ন অভিযোগ দিয়েছেন। তদন্ত করে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কামরুজ্জামান বাচ্চু / শিহাব উদ্দিন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত