Homeজাতীয়এনআইডি সংশোধনের চার লাখ আবেদন তিন মাসে নিষ্পত্তির আশ্বাস ডিজির

এনআইডি সংশোধনের চার লাখ আবেদন তিন মাসে নিষ্পত্তির আশ্বাস ডিজির


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ঝুলে থাকা প্রায় পৌনে চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে আগারগাঁওয়ে ইটিআই ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। দুই সপ্তাহ আগে এনআইডি ডিজি হিসাবে যোগ দেন সরকারের এ অতিরিক্ত সচিব।

এএসএম হুমায়ুন কবীর বলেন, আমি মাত্র এসেছি, দুই সপ্তাহ কাজ করেছি। যতটুকু জেনেছি, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে- আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। কমিশনের অনুমতি নিয়ে লোকবল কম নিয়ে হলেও ৫-১০ দিনে বা এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারবো না। আমি আশা করছি, খুব শিগগিরই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আগামী তিন মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন।

অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা আশা করছি, এ সময়ের মধ্যে তিন লাখ ৭৮ হাজার আবেদনেরই নিষ্পত্তির চেষ্টা করবো। যাতে দুর্নীতি করার সুযোগটাই কমে আসে।

বর্তমানে দেশের ১২ কোটি ১৮ লাখেরও বেশি ভোটার রয়েছেন। ইসির এনআইডি উইং নিয়মিত এনআইডি সংক্রান্ত সেবা দিয়ে আসছে। এরমধ্যে অন্তত পৌনে চার লাখ এনআইডি সংক্রান্ত আবেদন নানা জটিলতায় অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন ইসির যাত্রা শুরু হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যোগ দেন নতুন ইসি সচিব ও এনআইডি উইং ডিজি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত