Homeজাতীয়এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয়; অনেকের অস্তিত্ব থাকবে না: নিলোফার চৌধুরী...

এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয়; অনেকের অস্তিত্ব থাকবে না: নিলোফার চৌধুরী মনি


বিএনপির সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে মন্তব্য করেছেন যে, “যে জেগে ঘুমায়, তাকে উঠানো যায় না, আর যে ঘুমায়, তাকে উঠানো যায়।”

 

 

 

তিনি সরকারের বিরুদ্ধে কথা বলা বিভিন্ন নেতাদের সমালোচনা করেন এবং উল্লেখ করেন যে, “যারা আজকে সরকারের বিরুদ্ধে কথা বলছেন, যেমন নাহিদ, দুই দিন আগেও তারা সরকারের সঙ্গে ছিলেন। তখন তারা সরকারের কোনো সমালোচনা করেননি, এখন তারা ওই জায়গা থেকে চলে এসে সরকারের বদনাম করছেন।”

 

 

 

নিলোফার চৌধুরী মনি আরও বলেন, “এবং তারা বলছেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থা জাতীয় নির্বাচনের জন্য সক্ষম নয়। সার্জিস বলছেন যে, যতদিন শেখ হাসিনার ফাঁসি না হবে, ততদিন এই ধরনের ভাষা চলবে। কিন্তু এগুলো তো আইনের বিষয়, মামলার প্রক্রিয়া কতদিন সময় নেয়, ফাঁসি পর্যন্ত যেতে কতদিন সময় লাগে, এসব আমাদের অনেকেই জানি। বাংলাদেশে বিচার প্রক্রিয়া সাধারণত দেরি হয়, যদি চাপ দিয়ে কিছু করা হয়, তাহলে সেটা কতদিনে শেষ হবে? ততদিন পর্যন্ত নির্বাচন তো হতে পারে না!”

 

 

 

তিনি আরও মন্তব্য করেন, “এটা আসলে মামা বাড়ির আবদার। এসব আবদার কয়দিন সহ্য করবেন? এখন যদি বিএনপি কোনো ধাওয়া দেয়, তাহলে অনেকের অস্তিত্ব থাকবে না, কারণ আজ থেকে সাত মাস আগে যে কমিটি ছিল, আর আজকের কমিটি। সাত মাস আগে যাদেরকে আমরা সন্তান মনে করতাম, তারা এখন রাতারাতি সাবালক হয়ে গেছে। আইন সকলের জন্য সমান।”

 

 

তিনি গাজীপুরে ঘটে যাওয়া একটি ঘটনা উল্লেখ করে বলেন, “গাজীপুরে যেদিন ডাকাতি করতে গিয়েছিল, সেখানে জনগণ তাদের প্রতিরোধ করেছে। তারা যতই তালবাহানা করুক, জনগণ বুঝে যায় এবং সঠিক জবাব দেয়।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত