Homeজাতীয়এই ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান

এই ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান


গত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার অদ্ভুত গায়কীর কারণে তিনি বহুবার ট্রলের শিকারও হয়েছেন। তবে এসব গায়ে মাখেন না মাহফুজুর রহমান। যে যা-ই বলুক, গান গেয়েই যাচ্ছেন তিনি। ভবিষ্যতেও গাইবেন বলে জানিয়েছেন বহুবার।

তবে জানা গেল, তার ধারাবাহিক গান প্রকাশে ছন্দঃপতন ঘটেছে এবার। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার জনসংযোগ বিভাগ এমনটা নিশ্চিত করেছে।

জানায়, ‘এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।’ এর আগে সর্ব শেষ গেল কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।

সে সময় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সংগীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত