সিলেটের এমসি কলেজ মাঠে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে মোবাইল ফোন-স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় দুটি মামলা ও ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মোবাইল ও স্বর্ণ চুরির ঘটনায় এখন পর্যন্ত ১০ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন ছয়জন পুরুষ ও চারজন নারী।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষদিনে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় শাহপরান (র.) থানায় ২৫টি জিডি ও দুটি চুরির মামলা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।