Homeজাতীয়ইসলামি শাসনে চলবে সিরিয়া, নতুন সংবিধানের খসড়ায় প্রেসিডেন্টের স্বাক্ষর

ইসলামি শাসনে চলবে সিরিয়া, নতুন সংবিধানের খসড়ায় প্রেসিডেন্টের স্বাক্ষর


সিরিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর অবশেষে কার্যকর হলো নতুন শাসন ব্যবস্থা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা স্বাক্ষর করলেন এক নতুন সংবিধানে। আগামী পাঁচ বছরের জন্য দেশটি পরিচালিত হবে ইসলামি শাসনের অধীনে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) সিরিয়ার নতুন অন্তর্বর্তী সংবিধানের খসড়ায় স্বাক্ষর করেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। পুরনো সংবিধান বাতিল করে ইসলামি আইনকে নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে।

নতুন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপ্রধান হতে হলে অবশ্যই মুসলিম হতে হবে ও শরিয়াহ আইনকে ব্যবহার করা হবে আইন প্রণয়নের মূল উৎস হিসেবে।

নতুন শাসন ব্যবস্থার এই ঘোষণা নিয়ে সিরিয়া ও আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। সমালোচকরা বলছেন, এটি তাড়াহুড়ো করে নেয়া সিদ্ধান্ত, যেখানে সিরিয়ার বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের মতামত যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

কিছু বিশ্লেষক মনে করছেন, এই পরিবর্তন সিরিয়ার ধর্মীয় ও রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে তুরস্কের মারদিন আরতুকলু বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন বিশেষজ্ঞরা বলছেন, নতুন সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা রাখা হয়েছে। রাজনৈতিক ভারসাম্য আনায়নে তা সহায়ক হবে।

সিরিয়ার এই নতুন সংবিধান কার্যকর থাকবে পাঁচ বছর। তবে প্রেসিডেন্ট শারা ইতোমধ্যেই জানিয়েছেন, নতুন সংবিধান প্রণয়নে তিন বছর ও নির্বাচন আয়োজনে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে ।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=cPM3MZx_ZfE





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত