Homeজাতীয়ইজতেমা সংঘাত নেপথ্যে আওয়ামী লীগ নেতা?

ইজতেমা সংঘাত নেপথ্যে আওয়ামী লীগ নেতা?


টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যুবায়েরপন্থী এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন। মামলায় প্রত্যেক আসামী দিল্লির মাওলানা সাদের অনুসারী।এজহার বিশ্লেষণে দেখা যায় আওয়ামী লীগের পদধারী নেতাও রয়েছেন এই তালিকায়।

টঙ্গি পশ্চিম থানায় দায়ের করা মামলায় আসামী করা হয় কয়েকশ জনকে। মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মুখপাত্র মুয়াজ বিন নুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজহার বিশ্লেষণে দেখা যায়, যাদের আসামী করা হয়েছে এরমধ্যে বেশ কয়েকজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মামলার ৪ নম্বর আসামী ড. এরতেজা হাসান ২০২১ সালে আওয়ামী লীগের সাতক্ষিরা জেলার সহ-সভাপতি হন। সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেতেও দৌড়ঝাঁপ ছিল তার। এছাড়াও হাজী বশির শিকদারকে ১৭ নম্বর আসামী করা হয়, যিনি আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী নাসিরের ভাই হিসেবে পরিচিত। ২০ নম্বর আসামী করা হয়েছে আতাউর রহমানকে যিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা ইলিয়াস মোল্লার ডানহাত।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত