ইউক্রেনে ৯৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি খাতকে ধ্বংসের লক্ষ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ইউক্রেনের বিরুদ্ধে আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ৯৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। খবর এএফপির।
রাশিয়ার হামলা প্রতিরোধে পশ্চিমা দেশগুলোর কাছে তিনি আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বানও জানিয়েছেন জেলেনস্কি। এর আগে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। শুক্রবার সকালের দিকে এই হামলা চালানো হয়েছে। কিয়েভ জানিয়েছে, ওডেশার কৃষ্ণ সাগর বন্দরে ও ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চলতি বছর ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত মাসে এই হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন থাকছে। এদিকে জর্জিয়ার রুশপন্থি ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম কট্টর ডানপন্থি এক সমর্থককে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে চলেছে। শনিবারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটিতে সাংবিধানিক সংকট আরও গভীর হয়েছে। অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচনের পর থেকেই দেশটি উত্তাল হয়ে রয়েছে। জর্জিয়ান ড্রিম পার্টির জয় ও গত মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ নিয়ে আলোচনা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে ইইউ পন্থিদের ব্যাপক বিক্ষোভ চলছে। শনিবারের নির্বাচনী প্রক্রিয়াকে অবৈধ বলে অভিহিত করেছে বিরোধী দল।