Homeজাতীয়আলোচনার মাধ্যমে স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য সম্ভব: আলী রীয়াজ

আলোচনার মাধ্যমে স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য সম্ভব: আলী রীয়াজ


সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে বলে আশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেছেন, ‘আপনারা (রাজনৈতিক দল) মতামতগুলোর অনেক ক্ষেত্রে একমত পোষণ করেছেন, অনেক ক্ষেত্রে আপনাদের কিছু ভিন্নমত আছে, বক্তব্য আছে, সেগুলো আমরা শুনব।  আমরা মনে করি আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে পারব।’

আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিশের বৈঠকের শুরুতে এসব কথা বলেন আলী রীয়াজ।

তিনি বলেন, ‘তারই অংশ হিসেবে আপনারা (খেলাফতে মজলিশ) আসছেন। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করেছি। দীর্ঘ সময় দেওয়া যায়নি আপনাদের। কিন্তু আপনারা আন্তরিকভাবে যে মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিত্তিতে আমরা আলোচনাটা শুরু করব।’

আলী রীয়াজ আশা প্রকাশ করে বলেন, ‘আলোচনা শুধু আপনাদের সঙ্গে নয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও চলবে। তার মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যে এক জায়গায় আসতে পারব।’

বৈঠকের শুরুতে সবাইকে ঐকমত্য কমিশন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ধন্যবাদ জানান আলী রীয়াজ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত