সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৭২ জন সদস্যকে এককালীন অনুদান ও বেতন ভাতার অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১২ জন কর্মকর্তাকে এককালীন এক লাখ টাকা, ৩৬ জনকে ৭৫ হাজার টাকা ও ২৪ জনকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে মাসিক এক হাজার থেকে এক হাজার ৫০০ থেকে মাসিক ভাতা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।