Homeজাতীয়আবারও আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আবারও আওয়ামী লীগের ঝটিকা মিছিল


খুলনায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ ঝটিকা মিছিল বের হয়। কয়েক মিনিটের মধ্যে মিছিলটি শেষ হয়। মিছিলটি দ্রুত গতিতে সম্পন্ন হয়। 
গত ৫ আগস্ট এর পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। ইতোমধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খুলনা জেলা ছাত্রলীগের নেতা পরিচয়ধারী একজন তার নিজ ফেসবুকে এমন একটি ভিডিও পোস্ট দেন। ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ প্রভৃতি স্লোগান দেন। মিছিলে একটি ব্যানার ব্যবহার করা হয়। যার একপাশে শেখ মুজিবুর রহমান এবং অপর পাশে শেখ হাসিনার ছবি দেওয়া রয়েছে। 

স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত মুখের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।
এ ব্যাপারে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত