Homeজাতীয়আপা, নুডলস নাকি সেমাই? আপা: নির্বাচন!!

আপা, নুডলস নাকি সেমাই? আপা: নির্বাচন!!


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি হাস্যরসাত্মক পোস্ট শেয়ার করে নেটিজনদের মাঝে সাড়া ফেলেছেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি লিখেন, “আপা, নুডলস নাকি সেমাই?” উত্তরে মজাদারভাবে লিখেন, “নির্বাচন!!”  

  
ঈদের সময়ে সাধারণত নুডলস বা সেমাই নিয়ে আলোচনা হলেও শফিকুল আলমের এই পোস্টে রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। এটি আসন্ন জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে বলে ধারণা করা হচ্ছে, যেখানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।

 

পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে স্রেফ হাসির খোরাক হিসেবে নিয়েছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন।  

 

“নির্বাচনই এখন সবচেয়ে বড় ইস্যু-সেমাই-নুডলস নয়!”—এমনটাই যেন ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত