Homeজাতীয়আদালত-বিচারকের নিরাপত্তায় কী ব্যবস্থা, জানতে চেয়েছে প্রধান উপদষ্টার কার্যালয়  

আদালত-বিচারকের নিরাপত্তায় কী ব্যবস্থা, জানতে চেয়েছে প্রধান উপদষ্টার কার্যালয়  


দেশের প্রত্যেক আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পত্র দিয়েছে প্রধান উপদষ্টার কার্যালয়। একইসঙ্গে গৃহীত ব্যবস্থা প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।  

এর আগে গত ২৮ নভেম্বর এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান বিচারপতির একটি নির্দেশনা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

ওই স্মারকের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, র‌্যাবের ডিজি, আনসার বাহিনীর ডিজি, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের স্মারকে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনাবলি সংঘটিত হয়েছে এবং একইসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের জেলা আদালতগুলোতে সম্প্রতি যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেসব বিষয় সম্পর্কে বালাদেশের প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন। 

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে এর আগে একাধিকবার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তার দেশের প্রত্যেক আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছিল।  

স্মারকে আরও বলা হয়, রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং আদালতের ভাবমূর্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এমন অবস্থায়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  

সুপ্রিম কোর্টের ওই স্মারকের আলোকে গত ১৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সকল দেওয়ানী ও ফৌজদারী আদালত, ট্রাইব্যুনালগুলোতে কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে’ শীর্ষক পত্র দেওয়া হয়।  

ওই পত্রে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানী ও ফৌজদারী আদালত, ট্রাইব্যুনালগুলোতে কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা এই কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এই পত্রের অনুলিপি সুপ্রিম কোর্টেও পাঠানো হয়েছে।  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত