Homeজাতীয়আদালতে হিন্দিতে কথা বললেন ছাত্রলীগ নেত্রী নদী

আদালতে হিন্দিতে কথা বললেন ছাত্রলীগ নেত্রী নদী


রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, হিন্দিতে কথা বলছে একজন ‘কুছ নেহি আর কুছ নেহি থা’ 

আমরা বললাম যে আপনি তো বাংলাদেশী মানুষ আমাদের মাতৃভাষা বাংলাতে বলেন । আপনি ভারতীয় ভাষা বলতেছেন কেন ? তারা তো আসলে দীর্ঘদিন যাবত ভারতের পদ লোহন করেছে এজন্য তাদের ভারতের ভাষাটাই চলে আসে।  

গত ১৩ ডিসেম্বর কলাবাগান থানার প্রান্তপথ এলাকায় তারা ছাত্রলীগের ব্যানার নিয়ে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন ব্যক্তির সঙ্গে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক এবং দেশবিরোধী স্লোগান দেন বলে অভিযোগ করা হয়। মামলার বাদীপক্ষের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার ব্যবহার করে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিল তারা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অভিযুক্তদের নেতৃত্বে বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালিত হয়। তদন্তকারী কর্মকর্তারা তাদের মিছিলের ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করেন।

আদালতে তদন্ত কর্মকর্তারা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তাদের যুক্তি ছিল, এই ঘটনায় আরও অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের খোঁজ বের করতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তার হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত