শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। আজকের দিনের সর্বশেষ আলোচিত খবর হলো—বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ভারতের শীর্ষ গোষ্ঠী আদানি গ্রুপের বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ নিয়ে এবং ভারতের যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল পর্যটন বাড়াতে বিশেষ পদক্ষেপ নিয়ে দুটি খবর বেশ সাড়া জাগিয়েছে। এছাড়া জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ দিনভর নানা ঘটনা নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সব খবর পড়ার ফুরসত হয়ত আপনার হয়নি। তাই গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আপনার জন্য আমাদের সন্ধ্যার এই আয়োজন।
১. বাংলাদেশের নারী ক্রিকেটারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি
বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির চেষ্টার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। আইসিসির অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, গতকাল ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে সোহেলীর নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর শুরু হয়ে গেছে। বিস্তারিত পড়ুন…
![ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি পাওয়ার কোম্পানির এই বিদ্যুৎ কেন্দ্র থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ছবি: বিজনেস লাইন/দ্য হিন্দু](https://images.ajkerpatrika.com/images/adani_okYKJ4u.width-750.jpg)
২. আদানিকে ১৬০০ মেগাওয়াটের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ
ভারত থেকে আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনের পুরোটাই সরবরাহ করতে বলেছে বাংলাদেশ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর আগে টানা তিন মাসের বেশি সময় ধরে আদানি বাংলাদেশে ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে সক্ষমতার খুব সামান্যই সরবরাহ করছিল। মূলত বাংলাদেশে শীতকালে বিদ্যুতের কম চাহিদা ও বকেয়া পরিশোধের জটিলতার কারণে সরবরাহ অর্ধেক করা হয়েছিল। বিস্তারিত পড়ুন…
![রাজীব আহমেদ হেলু। ছবি: সংগৃহীত](https://images.ajkerpatrika.com/images/astgrm.width-750.jpg)
৩. ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের অষ্টগ্রামে তিন মামলার পলাতক আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে অষ্টগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। আজ মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। বিস্তারিত পড়ুন…
৪. রাচীনের মাথা ফাটার ঘটনায় ভারতকে ধুয়ে দিলেন পাকিস্তানি ক্রিকেটার
ভারত-পাকিস্তান মুখোমুখি না হলেও তাদের মধ্যে ‘ভার্চুয়াল লড়াই’ তো চলেই। সামাজিক মাধ্যমে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা একে অপরকে নিয়ে বিদ্রুপ করেন প্রায়ই। এবার রাচীন রবীন্দ্রর দুর্ঘটনা নিয়ে যখন পাকিস্তান সমালোচনার মুখে, তখন কঠোর জবাব দিলেন পাকিস্তানের সালমান বাট। লাহোরে এ সপ্তাহের শনিবার ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। পাকিস্তানের খুশদিল শাহর ক্যাচ ধরতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মাথা ফেটে অঝোরে রক্ত ঝরতে থাকে রাচীনের। এমন ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এই মর্মে যে পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি সরিয়ে নেওয়া উচিত। ঠিক তার পরের দিন (রোববার) কটকের বরাবাতি স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। বিস্তারিত পড়ুন…
৫. মার্কিন হাসপাতাল ভারতে আনছে আদানি, নিজের বিনিয়োগ ৬ হাজার কোটি রুপি
ভারতের মুম্বাই ও আহমেদাবাদে ‘আদানি হেলথ সিটি’ প্রকল্পের অধীনে দুটি স্বাস্থ্যকেন্দ্র চালু করতে যাচ্ছেন দেশটির অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। ৬ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকা) বিনিয়োগে তৈরি হতে যাওয়া এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা মায়ো ক্লিনিক গ্লোবাল কনসালটিংয়ের সঙ্গে চুক্তি করেছে আদানি গ্রুপ। প্রযুক্তিগত সহায়তা দেবে এই মার্কিন সংস্থা। গৌতম আদানি বলেন, ‘দুই বছর আগে আমার ৬০ তম জন্মদিনের উপহার হিসেবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য বরাদ্দের ঘোষণা দিয়েছিল আমার পরিবার। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো সেই ৬০ হাজার কোটি রুপির প্রতিশ্রুতির প্রথম প্রকল্প।’ বিস্তারিত পড়ুন…
৬. পর্দায় আসছেন বাস্তবের জুটি
পর্দায় জুটি হয়ে কাজ করার সুবাদে অনেকে বাস্তব জীবনেও জুটি হয়েছেন। আবার বাস্তব জীবনের অনেক জুটিকেও পর্দায় দেখা গেছে একসঙ্গে। এবার পর্দায় হাজির হচ্ছেন বাস্তব জীবনের দুই জুটি—মডেল ও চিত্রনায়ক মামনুন ইমন ও তাঁর স্ত্রী আয়েশা ইসলাম এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন চিত্রনায়ক মামনুন ইমন। তাই ২০০৮ সালে বিয়ে করলেও তা প্রকাশ্যে আসে সাত বছর পর। সোশ্যাল মিডিয়াতেও স্ত্রীকে নিয়ে পোস্ট করতে দেখা যায় না তাঁকে। এবার আড়াল ভেঙে স্ত্রীকে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। একটি বিজ্ঞাপনে দেখা যাবে বাস্তব জীবনের এই জুটিকে। মডেলিং দিয়ে ইমনের ক্যারিয়ার শুরু হলেও এবারই প্রথম বিজ্ঞাপনে মডেল হলেন আয়েশা। গত শুক্রবার তাঁরা অংশ নেন শুটিংয়ে। বিস্তারিত পড়ুন…
৭. সাবেক এএসপি জাবেদ ইকবাল গ্রেপ্তার
জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থান কালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। গণ–অভ্যুত্থানের সময় তিনি ডিবির সহকারী কমিশনার ছিলেন। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। বিস্তারিত পড়ুন…
৮. অধ্যাপক জাফর ইকবাল ফেসবুকে হাদিস পোস্ট করেননি, তাঁর নামের পেজটি ভুয়া
বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল তাঁর ফেসবুক পেজে পবিত্র হাদিস পোস্ট করেছেন—এমন দাবিতে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘ড. মুহাম্মদ জাফর ইকবাল’ নামে একটি ফেসবুক পেজ থেকে গতকাল (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পোস্টটি করা হয়। পোস্টে লেখা আছে, ‘একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত’। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু করবে সবচেয়ে ঘৃণ্য কাজ। তারা এত বেশি ধর্ম পালন করবে, যার কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখে মুখের কথা। বিস্তারিত পড়ুন…
৯. আ. লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
নরসিংদীর শিবপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় পুলিশকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাঁকে আটক করে। শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদ হাসান জজ মিয়াকে আটক করা হয়েছে।’ বিস্তারিত পড়ুন…
১০. ছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক বরখাস্ত
ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় শ্রেণির (নাজরানা বিভাগ) এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের মুখে আলকাতরা মেখে এবং মাথার চুল কেটে দিয়েছেন স্থানীয়রা। উপজেলার মালিগ্রাম বাজারসংলগ্ন ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আনোয়ার শেখের (৪০) বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়। এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাতে মালিগ্রামে একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক আনোয়ার শেখ। পরে ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে বিষয়টি জানায়। বিস্তারিত পড়ুন…