ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার রাত থেকেই চলছে প্রস্তুতি।
সোহরাওয়ার্দী উদ্যানে সরেজমিন ঘুরে দেখা গেছে, রাতভর পুলিশি উপস্থিতির মধ্যে মঞ্চ নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর জানান, “জননিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুত আছে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে দেশবাসীকে আজকের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি ‘মার্চ ফর গাজার’ প্রস্তুতির কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “মার্চ ফর গাজার প্রস্তুতি চলছে। আগামীকাল চলে আসুন জনতা সোহরাওয়ার্দী উদ্যানে।”
সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ঢাকায় এসে এই কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ দেখাচ্ছেন। অনেকে ইতোমধ্যে রওনা হয়েছেন বলেও জানা গেছে।
আয়োজকরা আশা করছেন, আজকের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটবে এবং এটি হবে একটি শান্তিপূর্ণ ও শক্তিশালী প্রতিবাদ।