Homeজাতীয়আগস্টের অর্জন স্মরণ করিয়ে দেয় আমরা পরিবর্তন আনতে পারি

আগস্টের অর্জন স্মরণ করিয়ে দেয় আমরা পরিবর্তন আনতে পারি


বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ৫ আগষ্টের অর্জন আমাদের স্মরন করিয়ে দেয় আমরা পরিবর্তন আনতে পারি, আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। আমাদের প্রত্যয় হবে আমরা আকাশের সীমানা ভেদ করব, মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করা। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট ক্যাম্পাসে আয়োজিত ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিমান বাহিনী প্রধান বলেন, এএইউবি বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক, যেখানে গড়ে উঠছে আগামী দিনের বিমান প্রকৌশলী, গবেষক ও মহাকাশ বিজ্ঞানী। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের আধুনিক জ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কেবলমাত্র জাতীয় পর্যায়ে নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও অ্যাভিয়েশন শিল্পের জন্য দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এদিকে দিনব্যাপী নানা আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার স্বাগত বক্তব্য দেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন,কিউব স্যাটেলাইট সহ মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন করেন বিমানবাহিনী প্রধান।

এসময় বাংলাদেশ বিমান বাহিনীর ওমেন ওয়েলফেয়ার টাষ্ট এর সভানেত্রী সালেহা খানমসহ বিমানবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও লালমনিরহাট জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ও জুলাই অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরেন। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত