টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও বিশ্বের কল্যাণ কামনা করা হয়।
ইজতেমায় আগত লক্ষ লক্ষ মুসল্লি আখেরি মোনাজাত শেষে পায়ে হেঁটেই বাড়ির পথে রওনা হয়েছেন।
ইতিমধ্যে তারা তাদের গন্তব্যে ফেরা শুরু করেছেন।
ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় পথে। যে যেখান থেকে টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন তারা আবার তাদের ঘরে ফেরা শুরু করেছেন।
অনেকেই ট্রাকে বা পিকআপে করে নিজের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন আবার অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন।
রবিবার সকাল ৯টার পর মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯টা ৩৫ মিনিটের দিকে। মোনাজাতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন।
আখেরি মোনাজাতে শরিক হতে রবিবার ভোর থেকে ঢাকা, টঙ্গী ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মুসল্লিদের পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে আসতে দেখা গেছে।