বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ বাঙালির অন্যতম উৎসব । এ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ পান্তা-ইলিশ। কিন্তু এ উৎসবকে পুঁজি করে ইলিশসহ সব ধরনের মাছের দাম অনেক বেড়েছে । স্থানীয় বাজারে ইলিশ নেই বললেই চলে। দুই চারটা মিললেও দাম সাধারণের নাগালের বাইরে।
দেশের দক্ষিনের বৃহৎ পাইকারি মাছ বাজার মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ’ থেকে ২৫শ’ টাকা দরে। ৭শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে কেজি সর্বনিম্ন দেড় হাজার থেকে ১৮শ’ টাকায় । ৫ শ’ থেকে ৭ শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২ শ’ টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৮ শ’ টাকা কেজি দরে। একদিন আগে এই দামে ইলিশ বিক্রি হয়েছে।
হঠাৎ ইলিশের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ক্রেতারা হতাশ হয়ে পড়েন। চোখে মুখে বিরক্তিকর ভাব লক্ষ্য করা গেছে । তবে সমুদ্রে মাছের অকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা।
মহিপুর বন্দর মৎস্য আড়ত ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি রাজু আহমেদ রাজা জানান, গভীর সমুদ্রে ট্রলার নিয়ে যাওয়া জেলেদের লম্বা জালে কিছু ইলিশ ধরা পড়ছে। কিন্তু এখানকার জেলেদের এ জাল নেই বললেই চলে। কক্সবাজারসহ দূরের গুটি কয়েক ট্রলারের জেলেরা কয়েকদিন এই মোকামে তাদের ধরা ইলিশ বিক্রি করেছে। আর গতকাল থেকে ইলিশের আমদানি খুব কম। এখন বলতে গেলে ইলিশের আমদানি নেই বললেই চলে।
তারপরও বিত্তবানরা হন্য হয়ে ইলিশ খুঁজে বেড়াচ্ছেন। হোক তা যে দামেই। বৈশাখের পান্তা-ইলিশ তো কারো কাছে সামাজিক স্ট্যাটাস।