আওয়ামী লীগ জাতির সাথে বারবার বেইমানি করেছে। আগামী নির্বাচনে তারা জ্বর গণতন্ত্রে বিশ্বাস করে কিনা এমনটি আগেই পরিষ্কার করতে হবে বলে জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় এমন বক্তব্য রাখেন তিনি।
এ সময় মঈন খান বলেন আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। এমনকি ১৯৭১ সালেও নিজেদের জান রক্ষায় সাত কোটি মানুষকে পাকহানাদার বাহিনীর সামনে ফেলে দিয়েছিল তারা।
এ নিয়ে তিনি আরো বলেন ২৪ এর আন্দোলন আবারো প্রমাণ করে দিয়েছে ফ্যাসিবাদ টেকেনা। বর্তমান সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে দেওয়া।