Homeজাতীয়আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে:...

আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে: হাদি


আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ড. মুহাম্মদ ইউনূসের কাছে তিনটি অভিযোগ করেছেন।

হাদি বলেছেন, ‘ড. ইউনূস আপনাকে বলতে চাই, যেই পরাশক্তি আপনাকে এসে বলে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে ইনক্লুসিভ ইলেকশন হবে না, আপনি তাদের আল্লাহর ওয়াস্তে জিজ্ঞেস করেন ২০১৪ তে ১৫৪ আসন আন-কনটেস্টেড হয়ে গিয়েছিলো, তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিলো? কেন তারা আওয়ামী লীগকে বলে নাই এই ইলেকশন মানি না? দ্বিতীয়ত ২০১৮ সালে রাতের ভোট দিনে করে, দিনের ভোট রাতে করে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে। তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিলো? কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না। বন্ধুরা আমার ২০২৪ এ আরেকটা নির্বাচন তোলা, কি যেন একটা করে ক্ষমতা পাকাপোক্ত করলো, এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর এই ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে, গুম হয়েছে খুন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিটি সঙ্গ দিয়েছে। সুতরাং আপনি তাদেরকে বলেন, আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। ২০০০ এর মত শহীদ, ৫০,০০০ এর মত অন্ধ পঙ্গু, তাদের বাবা-মা, ভাই-বোনের রক্তের কসম খুনী আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিবো না।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত