Homeজাতীয়অম্বানি ফেল, সালমান খানের একটা হাতঘড়ির দাম শুনলে জাস্ট ছিটকে যাবেন!

অম্বানি ফেল, সালমান খানের একটা হাতঘড়ির দাম শুনলে জাস্ট ছিটকে যাবেন!


লাইফস্টাইলের কারণে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন সালমান খান । কখনও তাঁর ছিমছাম ফ্ল্যাটে থাকা নিয়ে চর্চা হয়েছে, কখনও আবার নজর কেড়েছে তাঁর বহুমূল্য পোশাক! সম্প্রতি যেমন ভাইজানের হাতঘড়ি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়! রামধনু রঙা সেই ঘড়ির দাম শুনে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে অনেকের!

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন যাঁদের দামি দামি ঘড়ি পরার ভিষণ শখ। সালমান তাঁদের মধ্যে অন্যতম! অন্তত সালমান খানের নতুন হাতঘড়ি তো সেকথাই বলছে। সম্প্রতি অভিনেতার হিরে খচিত ঘড়ি নজর কাড়ে নেটিজেনদের। এবার প্রকাশ্যে এসেছে সেই ঘড়ির দাম।

দিন কয়েক আগে সালমানের হাতে Patek Philippe Rainbow Watch-টি দেখা গিয়েছিল। জানা যাচ্ছে, ১৩০টি হিরে খচিত এই ঘড়ির দাম প্রচুর! ‘ইন্ডিয়ান হরোলজি’ নামের একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভাইজানের এই হাতঘড়ির মূল্য প্রায় ২৩ কোটি টাকার কাছাকাছি। ব্যস, এরপরেই ফের চর্চার কেন্দ্রে চলে আসে সলমনের লাইফস্টাইল।

অনেকে ধনকুবের মুকেশ অম্বানির সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছে অভিনেতার। একজন নেটিজেন লিখেছেন, ‘অম্বানি লেভেলের রিস্ট গেম’। দ্বিতীয়জনের আবার কমেন্ট, ‘শুধুমাত্র ভাই-ই এই কাজ করতে পারেন’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত