Homeখেলাধুলা৯ বছর পর আবাহনীকে হারানোর আনন্দ মোহামেডানের

৯ বছর পর আবাহনীকে হারানোর আনন্দ মোহামেডানের


ঢাকা প্রিমিয়ার লিগের জমজমাট লড়াইয়ে অবশেষে ৯ বছর পর মোহামেডান স্পোর্টিং ক্লাব ভাঙলো আবাহনীর দাপট। দুই ঐতিহ্যবাহী ক্লাবের হাইভোল্টেজ ম্যাচে ৩৯ রানে জয় পেয়েছে সাদা-কালো শিবির। তবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের ধরে রেখেছে রান রেটের দিক থেকে এগিয়ে থাকা আবাহনী।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মোহামেডান। শুরুতেই রনি তালুকদার দ্রুত বিদায় নিলেও, ওপেনার আনিসুল ইসলাম ও মাহিদুল অঙ্কন দ্বিতীয় উইকেটে ১২৩ রানের দুর্দান্ত জুটি গড়ে তোলেন। অঙ্কন ৫৫ বলে ৪৮ রান করে আউট হন, তবে আনিসুল একপ্রান্ত আগলে রেখে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি।

১১৮ বলে ১১৪ রানের অসাধারণ ইনিংসে তিনি হাঁকান ১৮টি চার এবং দুটি ছক্কা। এরপর মুশফিকুর রহিম, মিরাজ এবং রিয়াদের ছোট ছোট ইনিংসে ভর করে ২৬৪ রানে অলআউট হয় মোহামেডান।

জবাবে ব্যাট করতে নেমে আবাহনী শুরুর ধাক্কা সামলাতে পারেনি। জিসান আলম, ইমন আর মিঠুন দ্রুত সাজঘরে ফিরলে চাপ বেড়ে যায়। একপ্রান্ত আগলে রেখে নাজমুল হোসেন শান্ত চেষ্টা চালালেও সঙ্গ পাননি কাউকে। মুমিনুল হক, মোসাদ্দেক সৈকত, মৃত্যুঞ্জয়দের ইনিংস ছিল হতাশাজনক।

শান্ত ১১৩ বলে ৮০ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে তার বিদায়ের পর আবাহনীর সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত তারা ৪৭.২ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায়।

মোহামেডানের হয়ে এবাদত হোসেন ৪ উইকেট তুলে নেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট।

২০১৬ সালের পর আবারও আবাহনীকে হারানোর স্বাদ পেলো মোহামেডান। শীর্ষ দুই দল সমান ১৮ পয়েন্টে লিগ পর্ব শেষ করলেও, সুপার সিক্সে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে থাকলো আবাহনী। তবে মোহামেডান এই জয় দিয়ে নতুন করে নিজেদের জানান দিলো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত