Homeখেলাধুলা৭ ওভারের ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান

৭ ওভারের ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান


অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে পাকিস্তান। সেই রেশ কাটতে না কাটতেই টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত হয়েছে তারা। ব্রিসবেনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৯ রানে হেরেছে তারা। আগে ব্যাটিং নিয়ে ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রান করে অজিরা। জবাবে ৭ ওভারে প্রায় অলআউট হতে হতে বেঁচে গেছে পাকিস্তান। শেষ পর্যন্ত ৯ উইকেটে তারা ৬৪ রান করে।

ব্রিসবেনে একাধিক রেকর্ড হয়েছে। দুই দল ১৪ ওভার ব্যাটিং করে ১৫৭ রান তুলেছে। পাকিস্তান-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ম্যাচে এটিই সবচেয়ে কম রান। পাকিস্তানের বিপক্ষে ১২৪তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাবর আজম। পাকিস্তানের বিপক্ষে তিনিই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার। শোয়েব মালিকের রেকর্ড ভাঙা ম্যাচে মাত্র ৩ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের বিপক্ষে তিনি রিভার্স সুইপে ছক্কা মেরেছেন। মাত্র ১৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। তার পাঁচটি চার ও তিনটি ছক্কার ইনিংস অস্ট্রেলিয়াকে ৯৩ রানে পৌঁছে দেয়। ৭ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন মার্কাস স্টয়নিস।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল পাকিস্তান। ৩.২ ওভারে ২৪ রানে ৬ উইকেট পড়ে তাদের। সেখান থেকে ম্যাচ জেতা সম্ভব ছিল না। পাকিস্তানের হয়ে হাসিবুল্লা খান ১২, আব্বাস আফ্রিদি ২০ ও শাহিন ১১ রান করেন। ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে জেভিয়ার বার্টলেট ও নেথান এলিস দারুণ বোলিং করেছেন। দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত