Homeখেলাধুলা৪০ বছর বয়সী রোনালদোর নতুন ইতিহাস

৪০ বছর বয়সী রোনালদোর নতুন ইতিহাস


পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য বয়স যেন কেবল একটি সংখ্যা! ৪০ বছর বয়সেও গোলের পর গোল করে নতুন নতুন ইতিহাস গড়েই চলছেন এই পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এসতেগলালকে ৩-০ গোলে হারানোর ম্যাচে রোনালদো করলেন ক্যারিয়ারের ৯২৭তম গোল! আর এই গোলের সঙ্গে সঙ্গে উঠে এল এক অবিশ্বাস্য পরিসংখ্যান—৩০ বছর বয়সের পর তার গোলসংখ্যা এখন ৪৬৪, যা তার ৩০-এর আগে করা ৪৬৩ গোলকেও ছাড়িয়ে গেছে!

স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে ৩০-এর আগে করেছিলেন ৪৬৩ গোল। অথচ রিয়াল, জুভেন্টাস, ইউনাইটেড ও আল-নাসরের হয়ে ৩০-এর পর গুনেছেন ৪৬৪ গোল! এমন দুর্দান্ত ধারাবাহিকতা ফুটবল ইতিহাসে বিরল। শুধু তাই নয়, ৩০ পেরোনোর পরই তিনি জিতেছেন পাঁচ চ্যাম্পিয়নস লিগের তিনটি, ছয় লিগ শিরোপার তিনটি এবং পাঁচ ব্যালন ডি’অরের মধ্যে দুটি! আর ইউরো ২০১৬ জয়? সেটাও এসেছিল তার ৩১ বছর বয়সে!

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে ১০২ ম্যাচে করেছেন ৯১ গোল। ৪০ বছর বয়সেও এমন পারফরম্যান্স! ফুটবল বিশ্বে রোনালদোর মতো দীর্ঘজীবী সুপারস্টার কয়জন আছে?

এদিকে এরপর শুক্রবার সৌদি প্রো লিগে আল-নাসর মুখোমুখি হবে আল-খলুদের। এই ম্যাচেও কি নতুন কোনো রেকর্ডের জন্ম দেবেন ফুটবল রাজা? সময়ই দেবে উত্তর!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত