জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার হার্ডলসে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সেনাবাহিনীর নাজমুল হোসেন রনি। ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ১৯৯৩ সালে নৌবাহিনীর আব্দুর রহিম নাঈমের রেকর্ড (৫১.৮৭) ভেঙেছেন এ হার্ডলার।
জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে মোট তিন জাতীয় রেকর্ড হলো। ৪০০ মিটার হার্ডলস নারী বিভাগেও রেকর্ড হয়েছে। সেনাবাহিনীর বর্ষা খাতুন ১ মিনিট ৪.৬১ সেকেন্ড সময় নিয়ে এ রেকর্ড গড়েন। ২০২২ সালে একই দলের লিবিয়া খাতুনের (১ মিনিট ৪.৭০ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন বর্ষা খাতুন। এ ছাড়া নারীদের ৪ গুণিতক ১০০ মিটার রিলে ইভেন্টে রেকর্ড গড়েছে শিরিন আক্তার, সনিয়া আক্তার, সুমাইয়া দেওয়ান, কবিতা রায়কে নিয়ে গড়া নৌবাহিনী দল। এ জন্য সময় লেগেছে ৪৬.৪৩ সেকেন্ড।
দ্বিতীয় দিন পর্যন্ত ২৮ ইভেন্ট সম্পন্ন হয়েছে। ১৫ স্বর্ণ, ১৪ রুপা ও ১৪ ব্রোঞ্জ মিলিয়ে ৪৩ পদক নিয়ে শীর্ষে আছে সেনাবাহিনী। ১৩ স্বর্ণ, ১২ রুপা এবং ৮ ব্রোঞ্জ মিলিয়ে ৩৩ পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে নৌবাহিনী। ২ রুপা ও ১ ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি।