Homeখেলাধুলাহোয়াইটওয়াশের পর দর্শকদের আক্রমণ করে বিতর্কে পাক ক্রিকেটার

হোয়াইটওয়াশের পর দর্শকদের আক্রমণ করে বিতর্কে পাক ক্রিকেটার


পাকিস্তানের ধবলধোলাইয় হওয়ার ম্যাচে ছিলেন না, তবু মাঠের বাইরেই যেন বড় এক ম্যাচ খেলে ফেললেন খুশদিল শাহ। পাকিস্তানের এই অলরাউন্ডার ক্ষিপ্ত হয়ে দর্শককে আক্রমণ করতে গেলে তাকে টেনে সরাতে হয় নিরাপত্তারক্ষীদের।

শনিবার (০৫ এপ্রিল) নিউজিল্যান্ডের কাছে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর গরম হয়ে ওঠে বে ওভালের পরিবেশ। ম্যাচ শেষে পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ হঠাৎ করেই দর্শকসারির দিকে তেড়ে যান। জানা গেছে, বারবার পাকিস্তানের ব্যর্থতা নিয়ে কটাক্ষ করছিলেন কিছু দর্শক। শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে খুশদিল এগিয়ে যান, যদিও তিনি মাঠের মূল একাদশে ছিলেন না।

দ্রুতই মাঠের নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই অবশ্য খুশদিল ক্ষোভ উগরে দেন একদল দর্শকের দিকে, যারা পাকিস্তানবিরোধী স্লোগান দিচ্ছিলেন বলে দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘বিদেশি দর্শকদের কাছ থেকে অশোভন মন্তব্য শুনে প্রথমে খুশদিল তাদের সরে যেতে বলেন। কিন্তু পরবর্তীতে আফগান বংশোদ্ভূত কিছু দর্শক পশতু ভাষায় আরও কুরুচিকর ভাষা ব্যবহার করলে বিষয়টি হাতের বাইরে চলে যায়।’

পরে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা ওই দুই দর্শককে বের করে দেন।

এদিকে, পাকিস্তান ক্রিকেট দল তাদের সফরের শেষ ম্যাচেও ব্যর্থ। ৪৩ রানে হারে তৃতীয় ওডিআইতে। পুরো সফরে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ আর ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছে তারা। দলীয় পারফরম্যান্স যেমন হতাশাজনক, মাঠের বাইরেও বেড়ে গেছে বিতর্ক।

ক্রিকেট মাঠে হারের যন্ত্রণা যেন এবার রূপ নিচ্ছে রাগের বিস্ফোরণে। পিসিবি কী ব্যবস্থা নেয় খুশদিল শাহের এমন আচরণের বিরুদ্ধে, সেটাই এখন দেখার বিষয়। তবে এটুকু নিশ্চিত—সমর্থক-ক্রিকেটার সম্পর্কের এই টানাপোড়েন পাকিস্তানের ক্রিকেটে নতুন প্রশ্ন তুলছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত