হার দিয়ে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ শেষ করল বাংলাদেশের দুই প্রতিনিধি মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া।
মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে অনুষ্ঠিত হয়েছে এবারের আসর। একাদশ রাউন্ডের খেলায় আন্তর্জািতক মাস্টার মনন রেজা নীর হেরেছেন চীনের কুইংফেং সাওয়ের কাছে। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া হেরেছেন ইসরায়েলি গ্র্যান্ডমাস্টার ইয়াহলি সোকোলভস্কির কাছে।
বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ১৫৭ জনের মধ্যে ৫১ তম স্থান পেয়েছেন। ১১ খেলায় তার সংগ্রহ ছিল ৬ পয়েন্ট। ৪৪তম স্থানে জন্য টাইব্রেকিং পদ্ধতিতে খেলে শেষপর্যন্ত ৫১তম হন তিনি। মনন রেজা নীড় ১১ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করে ৮৩তম স্থান পেয়েছেন।
ভারতের গ্র্যান্ড মাস্টার ভি প্রনভ ৯ পয়েন্ট সংগ্রহ করে এ ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৫৮ দেশের ১২ গ্র্যান্ড মাস্টার, ৩৭ আন্তর্জাতিক মাস্টার ও ৪৪ ফিদে মাস্টারসহ মোট ১৫৭ দাবাড়ু ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।