Homeখেলাধুলাসেমিতে নেই সৈকত | কালবেলা

সেমিতে নেই সৈকত | কালবেলা


চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তরা ছাড়াও মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন আরেকজন। তিনি হলেন আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচে ফিল্ড ও টিভি আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি। তবে টুর্নামেন্টে সেমিতে সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের এই আম্পায়ার। আইসিসির প্রকাশিত সেমি ফাইনালের আম্পায়ারদের তালিকায় নেই তার নাম। তবে আছেন স্বাগতিক পাকিস্তানের একজনও।

চ্যাম্পিয়ন্স ট্রফির দুই সেমির জন্য আম্পায়ারদের তালিকা ঘোষণা করেছে আইসিসি। দুবাইতে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিতে অনফিল্ডে থাকবেন ক্রিস গাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ। একই ম্যাচে থার্ড আম্পায়ার মাইকেল গফ, চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও ম্যাচরেফারি অ্যান্ডি পাইক্রফট।

লাহোরে হতে যাওয়া দ্বিতীয় সেমিতে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচের মাঠে অনফিল্ডে থাকবেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল। ম্যাচটিতে থার্ড আম্পায়ার হিসেবে আছেন জো উইলসন ও চতুর্থ আম্পায়ার পাকিস্তানের আহসান রাজা। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন রঞ্জন মাদুগালে। আগামীকাল প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পরদিন কিউইদের মুখোমুখি প্রোটিয়ারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত