Homeখেলাধুলাসেঞ্চুরির আক্ষেপ নেই, ছক্কার রেকর্ডে খুশি তামিম

সেঞ্চুরির আক্ষেপ নেই, ছক্কার রেকর্ডে খুশি তামিম


চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ হাসান তামিম। বুধবার চিটাগং কিংসের বিপক্ষে অপরাজিত ৯০ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দিয়েছেন তিনি। তবে সেঞ্চুরি হাতছাড়া হলেও কোনো আক্ষেপ নেই তার। বরং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে দারুণ তৃপ্ত তামিম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘সেঞ্চুরি নিয়ে ভাবিনি, যা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। হয়তো হতে পারত, তবে আমার লক্ষ্য ছিল ইনিংসটা শেষ করা। সেটা করতে পেরে ভালো লাগছে।’

ব্যাটিং কৌশল সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমি এবং লিটন ভাই ঠিক করেছিলাম, নিজেদের কিছুটা সময় দেব। শুরুতে উইকেটে সেট হয়ে পরবর্তীতে রান তোলার পরিকল্পনা করেছিলাম। সেই পরিকল্পনা অনুযায়ী বাজে বলগুলো শাস্তি দেওয়ার চেষ্টা করেছি।’

এবারের আসরে ইতোমধ্যে ২৯টি ছক্কা হাঁকিয়েছেন তামিম, যা কোনো বাংলাদেশি ব্যাটারের এক আসরে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। এই কীর্তি গড়তে পেরে দারুণ খুশি তিনি। যদিও ছক্কার রেকর্ড নিয়ে খুব একটা ভাবছেন না তরুণ এই ওপেনার।

তামিম বলেন, ‘এগুলো নিয়ে আমি ভাবি না। সামনে আরও দুটি ম্যাচ আছে। কীভাবে ভালোভাবে শেষ করা যায় সেটাই গুরুত্বপূর্ণ। যদি রেকর্ড হয়, ভালো। তবে স্বাভাবিক পরিকল্পনাতেই খেলতে চাই।’

বিপিএলের পরই আন্তর্জাতিক মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফির বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তামিম। টুর্নামেন্টকে সামনে রেখে বিপিএলকেই প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন তিনি।

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি একদমই ভিন্ন ফরম্যাট। সেখানে পাওয়ার প্লেতে কিছুটা সময় নেওয়ার সুযোগ থাকে। তাই আমি এখানে চেষ্টা করছি শুরুতে ধৈর্য ধরে খেলতে। এতে আন্তর্জাতিক ম্যাচেও কাজে লাগবে।’

তানজিদ তামিমের ধারাবাহিক ফর্ম এবং পরিণত ব্যাটিং ঢাকা ক্যাপিটালসের জন্য বড় ভরসা হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, সামনের ম্যাচগুলোতে তিনি তার দাপুটে পারফরম্যান্স ধরে রাখতে পারেন কি না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত