অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবেন সুমাইয়ারা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবচেয়ে বেশি পয়েন্ট ও রানরেটেও ওপর নির্ভর করবে সেমিফাইনালে খেলার সুযোগ। ২২ ডিসেম্বর ম্যাচ দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। সবকয়টি ম্যাচ হবে মালয়েশিয়ার বে বুয়েমাস ক্রিকেট ওভালে। টুর্নামেন্ট খেলতে আজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সেখানে অনুশীলনের জন্য দুদিন সময় পাবেন তারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: সুমাইয়া আকতার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), ফাহমিদা ছোঁয়া, মোসাম্মৎ ইভা, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আকতার, ফারজানা ইয়াসমিন, আনিসা আকতার সোবা, সুমাইয়া আকতার সুবর্ণা, নিশিতা আকতার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আকতার ও মাহারুন নিসা।