Homeখেলাধুলাসিরিজ জয়ের দিনে রেফারিং বিতর্ক

সিরিজ জয়ের দিনে রেফারিং বিতর্ক


প্রথম ম্যাচে আয়েশি জয়ের পর দ্বিতীয় ম্যাচ হার। পরবর্তী দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ, এখনো এক ম্যাচ বাকি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পল্টন ময়দানে সফরকারী নেপালের বিপক্ষে ৪৯-২৪ পয়েন্টের জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছিল রেফারিং বিতর্ক। একটি সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাট ছেড়ে যান নেপালের খেলোয়াড়রা। পরবর্তী সময়ে কোচের মধ্যস্থতায় অবশ্য ফিরেছেন তারা।

ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে—এমন সমীকরণে শুরু বাংলাদেশের। অপরদিকে সিরিজ জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না অতিথি দলের সামনে।

ম্যাচে স্বাগতিকদের শুরুটা ছিল আগ্রাসী—ছয় মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। তিন মিনিট পর দ্বিতীয় লোনা আদায় করে বড় ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজরা। ১৩ পয়েন্টের লিড নিয়ে মাঝ বিরতিতে যায় বাংলাদেশ। এ সময় সংগ্রহ ছিল ৩১, নেপালের পয়েন্ট ছিল ১৮। বিরতির পরও উজ্জীবিত নৈপুণ্য দেখায় বাংলাদেশ। এ অর্ধের শুরুর দিকে আরও দুটি লোনা আদায় করে ম্যাচ নিজেদের কবজায় নিয়ে নেয়। আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার উপলক্ষ হয়ে রইল।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। পুরস্কার তুলে দেন ১৯৭৪ সালে ভারতের বিপক্ষে খেলা প্রথম টেস্ট দলের দুই সদস্য—আমির হোসেন পাটোয়ারী ও সুবিমল চন্দ্র দাস।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারায়। দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫-৪২ পয়েন্টের জয়ে সমতা আনে। বাংলাদেশ আবার সিরিজে এগিয়ে যায় তৃতীয় ম্যাচে

৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত