Homeখেলাধুলাসিঙ্গাপুর থেকে ফিরে যে কারণে মিরপুরে তামিম

সিঙ্গাপুর থেকে ফিরে যে কারণে মিরপুরে তামিম


তখন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচ চলছে। হঠাৎ করেই মাঠে দেখা গেল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে। বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকের পর এই প্রথমবার মিরপুরে এলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে কিছুটা বিশ্রাম নিয়েই স্টেডিয়ামে এসেছেন তামিম। মাঠে উপস্থিত সাংবাদিকদের মনে তখন প্রশ্ন — অসুস্থ শরীরে কি ম্যাচ দেখতে এলেন? নাকি প্রিয় দল মোহামেডানকে সমর্থন জানাতে?

পরে জানা যায়, মূলত বিসিবির চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতেই স্টেডিয়ামে এসেছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট বক্স ঘুরে যান মোহামেডানের ড্রেসিংরুমেও। সেখানকার সতীর্থরা তার শরীরের খোঁজ-খবর নেন, কিছু সময়ের জন্য ম্যাচও উপভোগ করেন তিনি।

গত ২৪ মার্চ ডিপিএলের ম্যাচে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে বিকেএসপিতে হঠাৎ হার্ট অ্যাটাক হয় তামিমের। তৎক্ষণাৎ সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে গিয়ে হার্টে স্টেন্ট বসানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি সিঙ্গাপুরে যান আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য। সেখান থেকে স্ত্রী আয়েশা সিদ্দিকার সঙ্গে একটি হাসিমুখের ছবি পোস্ট করে জানিয়ে দেন নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা।

তামিমের শারীরিক অবস্থা নিয়ে তার চাচা, সাবেক অধিনায়ক আকরাম খান জানান, এখন অনেকটাই সুস্থ তামিম। সিঙ্গাপুরের চিকিৎসকরাও আশাবাদী। তারা জানিয়েছেন, তিন-চার মাসের মধ্যেই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে তামিমের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও ঝুলে আছে।

তবে হার না মানা তামিমের মিরপুরে ফিরে আসাই যেন তার ক্রিকেটপ্রেম আর জেদের গল্প বলে দিল আরও একবার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত