Homeখেলাধুলাসাকিবের পর এবার প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

সাকিবের পর এবার প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন


সম্প্রতি বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞার মুখে পড়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবই একমাত্র নয় এ তালিকায় ছিলেন অনেক বাংলাদেশি ক্রিকেটার। এবার আবারও বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো আলিস আল ইসলামের।

গত ১৯ জানুয়ারি চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেছেন। আগামী ২৫ জানুয়ারি মিরপুরে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দেবেন এই রহস্য স্পিনার। কালবেলাকে ব্যাপারটি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। তবে চূড়ান্ত পরীক্ষার আগে ম্যাচ খেলতে বাধা নেই চিটাগং কিংসের এই বোলারের।

নেট বোলার থেকে বিপিএলের মঞ্চে এসেই বাজিমাত করেছিলেন আলিস। অভিষেকে করেছিলেন হ্যাটট্রিক। এরপর ইনজুরির সঙ্গে লড়াই আর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে ছিলেন ক্রিকেটের বাইরে। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ থেকে ছাড়পত্র পেয়ে আবার ফিরেছিলেন।

বিপিএলের গত আসরে পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে সেবার আর দলে যোগ দেওয়া হয়নি তার। ফলে পিছিয়ে যায় জাতীয় দলে তার অভিষেকের সম্ভাবনা।

তিন মাসের বেশি সময় চোটের কারণে বাইরে থাকার পর নতুন উদ্যমে তিনি শুরু করেন ফেরার লড়াই। কিংসের হয়ে বিপিএলেও নিয়মিত ম্যাচ খেলছিলেন। ৭ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তবে বোলিং ভালো করলেও তার অ্যাকশন নিয়ে বৈধতার প্রশ্ন থেকেই গেল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত