নারীদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ সরাসরি যোগ্যতা অর্জনের শেষ সুযোগ এখন বাংলাদেশের হাতে। ২০২২-২০২৫ আন্তর্জাতিক নারী চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ৬০ রানের জয়ে আশা বাঁচিয়ে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। নিউজিল্যান্ড ইতোমধ্যেই ২১ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে রয়েছে, কিন্তু বাংলাদেশ যদি জয় পায় বা ম্যাচটি বাতিল হয়, তবে তারাই সরাসরি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ১৮৪ রানের স্কোরে অধিনায়ক নিগার সুলতানা ৬৮ রান করে দলকে বড় ভূমিকা রাখেন। বল হাতে নাহিদা আক্তার ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ব্যাটারদের আউট করেন, আর মারুফা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন দুইটি করে উইকেট নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
এখন সবার দৃষ্টি আজ রাত ১২টায় ওয়ার্নার পার্কের দিকে থাকবে। বাংলাদেশ কি পারবে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপের মঞ্চে নাম লেখাতে? নাকি খেলতে হবে কঠিন বাছাইপর্ব।