Homeখেলাধুলাশেষ মুহূর্তে রাজশাহীর চমক; দলে ভেড়াল নতুন তারকা

শেষ মুহূর্তে রাজশাহীর চমক; দলে ভেড়াল নতুন তারকা


মাসকট উন্মোচনের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবারের বিপিএলের আনুষ্ঠানিক যাত্রা। মাঠের খেলার সপ্তাহখানেক আগে আয়োজিত হবে রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট। মিরপুরের পর সিলেট ও চট্টগ্রামেও উদ্ভোধনী অনুষ্ঠান আয়োজন করবে বিসিবি।

তবে মাঠের বাইরে বিসিবির এসব আয়োজন অর্থহীন হয়ে পড়বে যদি মাঠের খেলায় দলগুলো আশানরূপ পারফরম্যান্স করতে না পারে। এবারের বিপিএলে অন্যান্য দলের তুলনায় খাতা কলমে খানকিটা দুর্বল দল রাজশাহী। আর সে কারণেই টুর্ণামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে আবাও এক তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

জানা গেছে, পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিসের সঙ্গে চুক্তি হয়েছে রাজশাহীর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে জিসান আলম, এনামুল হক বিজয় আর তাসকিন আহমেদকে। ২৩ ডিসেম্বর সোমবার মিরপুরে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টের পর আগামী আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে মাঠের লড়াইয়ের।

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। প্রথম ম্যাচ থেকেই ভালো কিছু করে দেখাতেই রাজশাহীর নতুন এই সংযোজন। এখন দেখার বিষয়, খাতা কলমে খানিকটা পিছিয়ে থাকা রাজশাহী মাঠের খেলায় কতটা মুলসিয়ানা দেখাতে পারে। ৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত