Homeখেলাধুলালিটনদের কোচ হচ্ছেন শন টেইট

লিটনদের কোচ হচ্ছেন শন টেইট


বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইটের নাম বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচিংয়ের অভিজ্ঞতার মাধ্যমে দেশের অনেক পেসারকেই কাছ থেকে দেখেছেন এই সাবেক গতিতারকা। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও তার প্রতি আগ্রহ বাড়ছে।

তবে জাতীয় দলের দায়িত্ব পাওয়ার আগেই বাংলাদেশের এক ক্রিকেটারের কোচ হিসেবে দেখা যেতে যাচ্ছে টেইটকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে করাচি কিংসের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন তিনি। একই দলে খেলতে যাচ্ছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। ফলে লিটনের কোচ হিসেবে পাকিস্তানে দেখা যাবে টেইটকে।

করাচি কিংস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, রবি বোপারার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টেইট। পাশাপাশি পেসারদের নিয়েও সরাসরি কাজ করবেন তিনি।

যদিও লিটনের সঙ্গে সরাসরি কাজের সুযোগ সীমিত হতে পারে, তবে নেট সেশন কিংবা প্রস্তুতি পর্বে টেইটের পেস দর্শন কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন লিটন। যা ভবিষ্যতে জাতীয় দলে দুজনের বোঝাপড়াকে সহায়ক করতে পারে।

২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন শন টেইট। সেই আসরে ব্রেট লির অনুপস্থিতিতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। গ্লেন ম্যাকগ্রা ও ন্যাথান ব্র্যাকেনের সঙ্গে গড়ে তোলেন ভয়ংকর পেস আক্রমণ। তবে ইনজুরির কারণে খুব বেশি দিন স্থায়ী হয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

২০২১ সাল থেকে টেইট কোচিংয়ে মনোনিবেশ করেন। আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া বিপিএলের চলতি মৌসুমে চট্টগ্রাম কিংসের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন এই অস্ট্রেলিয়ান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত