Homeখেলাধুলারোনালদোর রেকর্ড ছোঁয়া এমবাপ্পের কাছে বিশেষ অনূভুতি

রোনালদোর রেকর্ড ছোঁয়া এমবাপ্পের কাছে বিশেষ অনূভুতি


রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁলেন কিলিয়ান এমবাপ্পে! শনিবার রাতে লা লিগায় লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলে দুর্দান্ত জয়ের নায়ক ছিলেন এই ফরাসি তারকা। জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি রোনালদোর অভিষেক মৌসুমের গোলসংখ্যাকে (৩৩) স্পর্শ করলেন তিনি।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, ‘এটা সত্যিই বিশেষ। দল হিসেবে যা করি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে রোনালদোর সমান গোল করা আনন্দের। রিয়াল মাদ্রিদের জন্য তিনি যা করেছেন, তা অসাধারণ। আমাদের মাঝে সবসময় কথা হয়, তিনি আমাকে পরামর্শ দেন। তবে আমার লক্ষ্য ট্রফি জেতা।’

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখে রিয়াল। এমবাপ্পের পেনাল্টি থেকে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু পরের মিনিটেই দিয়েগো গার্সিয়ার গোলে সমতায় ফেরে লেগানেস। এরপর দানি রাবা গোল করে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে দেয় অতিথিদের।

দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে মাদ্রিদ। এরপরই আসে এমবাপ্পের জাদু! এক দারুণ পরিকল্পিত সেট-পিস থেকে ফ্রান গার্সিয়ার পাস পেয়ে দুর্দান্ত শটে গোল করেন তিনি, যা এনে দেয় রিয়ালের জয়।

এমবাপ্পে এই মৌসুমে এখন পর্যন্ত ৩৩ গোল করেছেন, যার ২২টি লা লিগায়। এই জয়ে বার্সেলোনার সমান ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষ লড়াইয়ে টিকে রইল মাদ্রিদ। লিগের পাশাপাশি তারা এখনো লড়ছে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য।

মঙ্গলবার কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। এরপর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কোস। তবে সবচেয়ে বড় লড়াই আসছে চ্যাম্পিয়নস লিগে—কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে মাঠে নামবে আনচেলত্তির দল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত