Homeখেলাধুলারেফারির সঙ্গে ‘মাথা ঠোকাঠুকি’ করে লিওঁ কোচ ৯ মাস নিষিদ্ধ

রেফারির সঙ্গে ‘মাথা ঠোকাঠুকি’ করে লিওঁ কোচ ৯ মাস নিষিদ্ধ


ফরাসি লিগ ওয়ানে দেওয়া হয়েছে নজিরবিহীন শাস্তি! ম্যাচের মাঝেই রেফারির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার খেসারত দিতে হলো লিওঁ কোচ পাওলো ফনসেকাকে। দেওয়া হয়েছে লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা। আর সেটি শুধু ডাগআউট পর্যন্ত সীমাবদ্ধ নেই—নয় মাসের জন্য তিনি মাঠ, ড্রেসিং রুম, এমনকি অফিসিয়াল কার্যক্রম থেকেও সম্পূর্ণভাবে নিষিদ্ধ!

মার্চের শুরুতে ব্রেস্টের বিপক্ষে লিওঁর ২-১ গোলের জয়ের ম্যাচে ঘটেছিল চাঞ্চল্যকর ঘটনাটি। ম্যাচের এক পর্যায়ে রেফারি বেনোয়া মিওয়ের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন ফনসেকা। তারপর রাগের বশে তিনি রেফারির মুখের একদম সামনে গিয়ে দাঁড়ান এবং মাথা ঠোকান! এমন আচরণ মেনে নিতে পারেননি রেফারি, সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখিয়ে বের করে দেন লিওঁ কোচকে।

পরে ফনসেকা ক্ষমা চাইলেও লিগ ওয়ান কর্তৃপক্ষ এত সহজে তাকে ছাড় দেয়নি।

ফনসেকার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মাত্রা নজিরবিহীন। সিদ্ধান্ত অনুযায়ী,

  • ৩০ নভেম্বর পর্যন্ত তিনি ডাগআউটে থাকতে পারবেন না।
  • দলের বেঞ্চ, ড্রেসিং রুম এবং ম্যাচ সংক্রান্ত কোনো অফিসিয়াল কার্যক্রমেও থাকতে পারবেন না।
  • ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিজের দলের ড্রেসিং রুমেও প্রবেশ নিষিদ্ধ।

ফরাসি লিগ ওয়ানের শৃঙ্খলা কমিটির সভাপতি সেবাস্তিয়ান দেনিউ ফনসেকার আচরণকে ‘অগ্রহণযোগ্য ও ভয়ঙ্কর’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন,

‘একজন লিগ ওয়ান কোচ শুধু দলের দায়িত্বই পালন করেন না, তিনি একজন পথপ্রদর্শকও। কিন্তু ফনসেকার আচরণ সম্পূর্ণ উল্টো। রেফারির মুখোমুখি গিয়ে চিৎকার করা এবং মাথা ঠোকানোর মতো হিংসাত্মক আচরণ একদমই গ্রহণযোগ্য নয়। এমন পেশাদারিত্ববিরোধী আচরণের শাস্তি অবশ্যই কঠোর হতে হবে।’

জানুয়ারিতে এসি মিলান থেকে বরখাস্ত হওয়ার পর লিওঁর দায়িত্ব নিয়েছিলেন ফনসেকা। কিন্তু তার সময়টা একদমই ভালো যাচ্ছে না। নিষেধাজ্ঞা দলের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। লিগে আপাতত ষষ্ঠ স্থানে থাকা লিওঁর সামনে ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ—প্রতিপক্ষ এফসিএসবি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত