Homeখেলাধুলারাশফোর্ডকে দলে ভেড়াতে চায় বার্সা

রাশফোর্ডকে দলে ভেড়াতে চায় বার্সা


ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে দলে ভেড়াতে জোরালো উদ্যোগ নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ের আগে ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রাত্য হয়ে পড়া এই ফুটবলারকে ছয় মাসের জন্য ধারে আনতে চায় লা লিগার জায়ান্টরা।

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, লা লিগার আর্থিক নীতি অনুযায়ী ১:১ নিয়ম পূরণ করার পর বার্সেলোনার জানুয়ারিতে দল শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রাশফোর্ডকে জুন ৩০ পর্যন্ত ধারে দলে নিতে চায় তারা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড এই প্রস্তাবে রাজি হবে কিনা, সেটি এখনও অনিশ্চিত। এর পাশাপাশি এসি মিলানও রাশফোর্ডের জন্য আগ্রহ দেখিয়েছে, যা প্রতিযোগিতাকে আরও কঠিন করে তুলেছে।

রাশফোর্ডকে দলে নেওয়ার জন্য বার্সেলোনাকে প্রথমে বেতন কাঠামোতে জায়গা তৈরি করতে হবে। এজন্য তারা এরিক গার্সিয়া, রোনাল্ড আরাউহো এবং আনসু ফাতিকে দল থেকে ছাড়ার জন্য বিবেচনা করছে। এই তিনজনের জানুয়ারিতে বিদায় নিশ্চিত হলে বার্সেলোনা রাশফোর্ডকে দলে নেওয়ার পথে বড় বাধা দূর করতে পারবে।

ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে অবহেলিত সময় কাটাচ্ছেন রাশফোর্ড। প্রিমিয়ার লিগে ৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-২ গোলে হারের পর থেকে তাকে আর খেলতে দেখা যায়নি। এরপর একবার বেঞ্চে থাকলেও চারটি ম্যাচের দলে তিনি জায়গা পাননি। ইউনাইটেড ইতোমধ্যে পিএসজির ফরোয়ার্ড র‍্যান্ডাল কলো মুয়ানিকে রাশফোর্ডের বিকল্প হিসেবে আনার কথা ভাবছে।

বার্সেলোনা ১৩ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১২ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালের মুখোমুখি হবে। তবে দুই ম্যাচেই রাশফোর্ডের অংশগ্রহণের সম্ভাবনা নেই। বার্সেলোনা ও এসি মিলানের প্রতিযোগিতার মধ্যে রাশফোর্ডের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত