Homeখেলাধুলারাচিনের শতকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়

রাচিনের শতকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়


বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল হয় বাঁচা নয় মরার। কিউইদের হারাতে পারলে ৮ দলের আসরটিতে টিকে থাকতো শান্ত-মুশফিকরা। কিন্তু সেই বাঁচা-মরার ম্যাচে মৃত্যুই বেছে নিল বাংলাদেশ। ৫ উইকেটের পরাজয়ে নিজেরা তো বাদ পড়লোই সঙ্গী হিসেবে স্বাগতিক পাকিস্তানকেও বিদায়ের রাস্তা দেখিয়ে দিল নাজমুল হোসেন শান্তর দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টস হেরে ব্যাটিং করা বাংলাদেশের ২৩৬ রান রাচিন রবীন্দ্রর শতকে ২৬ বল আগেই পেরিয়ে যায় কিউইরা। এই ফলাফলের ফলে বাংলাদেশ ও পাকিস্তানের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল। আর গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত ও নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডির রাত ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য হতাশার। নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে পরাজিত হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে বিদায় নিলো টাইগাররা। ব্যাটিং ব্যর্থতা আর ফিল্ডিংয়ের গাফিলতিতে স্বপ্ন শেষ হলো বাংলাদেশের সেই সঙ্গে পাকিস্তানের।

টসে জিতে বোলিং নেওয়া নিউজিল্যান্ড শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে। নাজমুল হোসেন শান্তর ৭৭ রানের লড়াকু ইনিংস দলকে ভদ্রস্থ সংগ্রহের দিকে এগিয়ে নিলেও বাকিরা সুবিধা করতে পারেননি। শেষদিকে জাকের আলির ৪৫ ও রিশাদ হোসেনের ২৬ রানে ভর করে বাংলাদেশ ২৩৬/৯ স্কোর গড়ে। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে জ্বলে ওঠেন মাইকেল ব্রেসওয়েল। তার ১০ ওভারে ২৬ রানে ৪ উইকেট টাইগারদের মিডল অর্ডার ধসিয়ে দেয়।

জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ওভারেই উইল ইয়াং ও পরে মাত্র ১৫ রানে কেন উইলিয়ামসনের উইকেট হারায় কিউইরা। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাচিন রবীন্দ্র। তার ১১২ রানের অসাধারণ ইনিংস ও টম লাথামের ৫৫ রানের জুটিতে সহজ জয় পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও রিশাদ হোসেন প্রত্যেকে ১টি করে উইকেট নেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি মাঠে ফিল্ডিংয়ের দুর্বলতাও ছিল পরাজয়ের বড় কারণ।

এই হারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ হলো। তবে সামনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা, যদিও সেটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত