Homeখেলাধুলাযেভাবে কাটছে ক্রিকেট তারকাদের ঈদ

যেভাবে কাটছে ক্রিকেট তারকাদের ঈদ


দেশজুড়ে ঈদুল ফিতরের উৎসবে মেতেছে সবাই, ব্যতিক্রম নন বাংলাদেশ ক্রিকেট দলের তারকারাও। ঈদের দিনে পরিবার-প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ভক্তদের জন্য শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব বার্তায় উঠে এসেছে আনন্দ, কৃতজ্ঞতা ও আবেগঘন অনুভূতি।

তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় এবারের ঈদ উদযাপন করছেন নিজের গ্রামের বাড়িতে। বাবা-মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করে তিনি লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কী লাগে! ঈদ মোবারক সবাইকে।’

সম্প্রতি অসুস্থতার কারণে শিরোনামে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবালও ঈদের দিনে ভক্তদের ভুলেননি। সুস্থ হয়ে বাসায় ফিরলেও ঈদের আনন্দে কিছুটা ব্যতিক্রম কাটছে তার সময়। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ দান করুন। ঈদ মোবারক।’

জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি, এই দিন আমাদের আরও বিনয়ী ও সহানুভূতিশীল হতে শিখাবে।’ অন্যদিকে, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রথমবারের মতো মেয়েকে নিয়ে ঈদ উদযাপন করছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনুভূতিটা অসাধারণ। সবাইকে ঈদের শুভেচ্ছা।’


পেসার তাসকিন আহমেদ ঈদের দিনে বাবা ও ছেলের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।’ আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার পোস্টে জানিয়েছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’


জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ কাটছে যে যেভাবে, কিন্তু এক সুতোয় গাঁথা তাদের একটাই বার্তা—ঈদের আনন্দ সবার জন্য, আর এদিনের মাহাত্ম্য আমাদের আরও সহানুভূতিশীল ও ভালো মানুষ হতে শেখায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত